• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

চকবাজারে দোকান মালিকের হামলায় ৪ কর্মচারী আহত

প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার:: বরিশাল শহরের চকবাজার এলাকায় পার্শ্ববর্তী দোকান মালিকের হামলায় অপর একটি দোকানের চারজন কর্মচারী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার দুপুর পৌনে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এসময়ে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মোঃ সোহাগ শিকদার,মাহবুব আলম সেন্টু,মোঃ রবিউল ও সজীব হাওলাদার। তবে এদের মধ্যে সজীব হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন এসআই মুহিত । এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম সেন্টু বলেন, আমরা এনএস কসমেটিকস এন্ড ডিপার্টমেন্টাল স্টোর নামক একটি দোকানে সেলস ম্যান হিসেবে কর্মরত রয়েছি।

প্রতিদিনের মতো আজও দোকান করছিলাম। আজ দুপুরের দিকে কিছু ক্রেতা আসে আমাদের দোকানে। কিন্তু দোকানে প্রবেশের সময় ক্রেতাদের টানাটানি করে প্রতিপক্ষ চৈতালি কসমেটিকসের দোকান কর্মচারী আকাশ।

আকাশের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় আমাদের দোকানের কর্মচারী সজীব। এতে ক্ষিপ্ত হয়ে চৈতালি কসমেটিকসের মালিক শামিম ও কর্মচারী আকাশ,বিশু,শুভ,মারুফ আমাদেরকে ধারালো কেঁচি ও ফল কাটার চাকু দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে রাস্তায় থাকা টহল পুলিশ আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

এদিকে ভুক্তভোগী দোকান মালিক সাইদুর রহমান ফরিদ বলেন, প্রায়শই প্রতিবেশী দোকান মালিক তার দোকানের কর্মচারী দিয়ে আমার দোকানের কর্মচারীদের মারধর করাসহ হয়রানি করে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষ দোকান মালিক শামিম। আমরা তাদের এসব অপকর্মের বিচার দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/