• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

এবার প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজপথে নারীরা

প্রতিনিধি / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর মোহাম্মদপুরে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) রাতে লালমাটিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই নারী ছিলেন। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, “প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ কর, মাদকমুক্ত সমাজ গড়”। সেসময় মিছিলে অংশগ্রহণকারীরা ধূমপান ও মাদকের বিরুদ্ধে স্লোগান দেন এবং সরকারের কাছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা আমেনা ইসলাম বলেন, “আমাদের সমাজে প্রকাশ্যে ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু আইনের দৃষ্টিতে অপরাধ নয়, সামাজিকভাবে অপসংস্কৃতির চর্চাও। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিক।”

এসময় স্থানীয় নারীরা বলেন, লালমাটিয়াসহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এমনকি এসবের প্রতিবাদ করলে তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/