• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

প্রথম ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মধ্য নয়ানী মসজিদ মাঠ প্রঙ্গনে চরকাউয়া মধ্য নয়ানী যুব সমাজের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রথম ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহন করে, এর মধ্যে সেমি ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়ে ফাইনাল ম্যাচ খেলায় অংশগ্রহণ করে বশির একাদ্বশ ও মধ্য নয়ানী একাদ্বশ। শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মধ্য নয়ানী একাদ্বশ এক ওভার আট ইউকেটে জয় লাভ করে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেলোয়ার চৌকিদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও তরুন সমাজের অহংকার, নয়ানী ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ জাহিদ হাসান স্বপন।

পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

কিন্তু আমাদের দেশে খেলাধুলা ও শারীরিক শিক্ষার পর্যাপ্ত সুযোগ না থাকায় বর্তমান প্রজন্ম শারীরিকভাবে দুর্বল হয় এবং মানসিকভাবে বিষণ্নতায় ভোগে, বিপথগামী ও মাদকাসক্ত হয়ে ওঠে এবং নিজেদের কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে।

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা মুখী করতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে হবে।

এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ কাওসার হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল আকন।

ম্যাচ পরিচালনায় ছিলেন মোঃ ফারুক চৌকিদার, মোঃ রিয়াজ সিকদার, মোঃ ফয়সাল খান এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক ভিপি মোঃ সাজ্জাদ আলমসহসহ এলাকার যুব সমাজ ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/