• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

কমপ্লিট শাটডাউনে শেবামেক, ক্যাম্পাসে নীরবতা

প্রতিনিধি / ৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন চলছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিন দিন ধরে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে। যার ফলে কলেজের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

কলেজের একাডেমিক ভবনসহ ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে। আজ সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে দুপুর ১২টায় তারা হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা জানান, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে। আর কলেজ প্রশাসন বলছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে। সেখান থেকে উদ্যোগ না নিলে শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজে ৩৩৪টি শিক্ষকের মঞ্জুরীকৃত পদ রয়েছে। যার মধ্যে বর্তমানে শিক্ষক আছে মাত্র ১৬১টি পদে। অর্ধেকের বেশি অর্থাৎ ১৭৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।

শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা। এ অবস্থায় অনতিবিলম্বে মেডিকেল কলেজের সব বিভাগে শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।

এদিকে, কলেজে শাটডাউন থাকায় হাসপাতালে চিকিৎসায় ব্যাঘাত ঘটছে না। তবে মাইক্রোবায়োলজি পরীক্ষা-নিরীক্ষায় কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। শিক্ষক সংকটের কথা স্বীকার করে কলেজ প্রশাসন। তারা বলছে, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/