• বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

সহপাঠীকে ধর্ষণচেষ্টার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সহপাঠীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আব্দুল কাদির সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর সহপাঠীরা অভিযুক্তকে ধরে পুলিশে তুলে দেন।

নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৬ষ্ঠ তলার ছাদে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এরপর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টায় ভুক্তভোগী বন্দর থানায় সোহানকে একমাত্র আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করেন।

এদিকে অভিযুক্ত সোহানের দাবি, ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন ওই ছাত্রীকে পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন, কোনো ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেনি। গ্রেপ্তার আব্দুল কাদির সোহান ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী।

মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারী শিক্ষার্থীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন মামলায় অভিযুক্ত সোহান। ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৬ষ্ঠ তলায় সহপাঠির সঙ্গে পড়াশুনা করছিলেন। তখন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত সোহান ভুক্তভোগীকে ফোন করে ৬ষ্ঠ তলার সিঁড়িতে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে।

ববির প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। এছাড়া ববি প্রশাসনের তদন্তে অভিযুক্ত ছাত্র দোষী প্রমাণিত হলে তাকে একাডেমিক শাস্তি দেওয়া হবে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা অভিযুক্তকে থানায় নিয়ে আসে। তারপর অভিযুক্ত সোহানকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/