• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

বরিশালে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, দেখা নেই সূর্যের

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিগত দুইদিন সূর্যের দেখা মিললেও আজ বুধবার ভোর থেকে কুয়াশায় ডেকে রয়েছে গোটা বরিশাল। এতে তীব্র অনুভূত হচ্ছে শীত। ঘন কুয়াশায় সড়কে চলাচলকারী যানবাহনে ঝুঁকি বাড়িয়েছে। এমন অবস্থা আরো দুইদিন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার ঘোষ জানান, ২৪ ঘণ্টায় বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোর ৬টায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দুপুরে কুয়াশাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২০ ডিগ্রি।

তিনি জানান, চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিসেম্বর ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে সপ্তাহের মধ্যে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে।

কুয়াশার কারণেই নৌ ও সড়ক পথে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে জানিয়ে বরিশাল-ভোলা রুটের লঞ্চ মাস্টার আব্দুস শুক্কুর বলেন, গত দু’দিন সূর্য উঠেছিল।

বুধবার সকাল থেকে প্রচণ্ড কুয়াশা। ভোলা থেকে বরিশালে লঞ্চ চালিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে। নদীতে অনেক কুয়াশা। এদিকে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে। ভোগান্তিতে পরেছে কর্মস্থলে যাওয়া ও খেটে খাওয়া সাধারণ মানুষ। এরপরও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেও নেমেছেন কাজে।

এদিকে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে। বছরের প্রথম দিন থেকেই বরিশালে ঠান্ডার দাপট বাড়তে শুরু করে। বরিশালে বেড়েছে শীতের তীব্রতায় হাসপাতালে বেড়েছে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের সংখ্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/