• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বরিশালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ

প্রতিনিধি / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যৌন হয়রানির অভিযোগ এনে বরিশাল নগরীর শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করে।

পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে প্রধান শিক্ষক স্কুল ত্যাগ করতে বাধ্য হয়। এরপরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জুলিয়া আক্তার জানান, বিভিন্ন অনিয়ম, দুর্নীতির ও যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদকে বরখাস্ত করা হয়েছিল।

পরে তিনি কোর্টের একটি অর্ডার নিয়ে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা বাধা দেয়। এরপরেও বুধবার তিনি বহিরাগতদের নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে পুনরায় ছাত্রীকে যৌন হয়রানি করে। আমরা এর প্রতিবাদে এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছি।

বৃহস্পতিবার সকাল ১১টায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় গিয়ে কোন শিক্ষককে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক এবং শিক্ষক মিলনায়তনে তালাবদ্ধ থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

তবে বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিভিন্ন অভিযোগে বরখাস্ত হয়েছিল। তিনি আদালতের একটি নির্দেশনা নিয়ে যোগদান করতে আসলে বিভাগীয় কমিশনার পুনরায় আপিলের মাধ্যমে তার যোগদানে নিষেধাজ্ঞা দেয়।

এরপর তিনি শিক্ষা বোর্ডকে ম্যানেজ করে এবং বহিরাগত কিছু লোকজনকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। ওই সময় ছাত্রীরা বাধা দিলে ছাত্রীদের সাথে বহিরাগত এবং প্রধান শিক্ষকের হাতাহাতি হয়। এতে কয়েকজন ছাত্রী শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।

এ বিষয়ে হারুনুর রশিদের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার সেল ফোন বন্ধ পাওয়া যায়। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী বলেন, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে ঝামেলা চলছে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ দিয়েছে আমার কাছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/