• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

প্রতিনিধি / ১২১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে।

তবে এতে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর সদর রোডে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিনিয়র-জুনিয়র ও র‍্যালিতে সামনে থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি যা এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথক সমাবেশ ও র‌্যালি করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা। এ সময় তারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/