• রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

বরিশালে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সভা

প্রতিনিধি / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বরিশালে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অংশীজনের সাথে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো: রিয়াজ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখি, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, বাজার কমিটির সদস্যরা, বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা করেন।

পরে অতিথিরা পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।জেলা প্রশাসক বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে৷ সবাইকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একসাথে কাজ করতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/