নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাশকতা মামলায় জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মালাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার রাতে মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকায় নিজ বাসা থেকে মালাকে গ্রেপ্তার করা হয়। মালিহা আক্তার মালা পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। তিনি উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মালিহা আক্তার মালা একাধিক মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
https://slotbet.online/