• বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

প্রতিনিধি / ১৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার পদুয়ার বাজারে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ। শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২২নং ওয়ার্ড এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনের ইউটার্নে একটি প্রাইভেটকার প্রথমে একটি লরিকে ধাক্কা দেয়। লরিটি উল্টে প্রাইভেটকারের ওপরে গিয়ে পড়ে। এ সময় আরেকটি সিএনজিচালিত অটোরিকশা এসে উল্টে যাওয়া লরির সঙ্গে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকারে থাকা ৪ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুপুরের এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জানতে পেরেছি, এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/